পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চিকনাই নদীর কাঠগড়া এলাকা থেকে অবৈধ সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুয়ানুল হালিম গত শুক্রবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আ. মতিন জানান, শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মো. রেদুয়ানুল হালিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চিকনাই নদীর কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা অপসারণ করেন।
এ সময় সোঁতি বাঁধ স্থাপনকারীরা নিজেরাই স্থাপনা ভেঙে ফেলেন। এদিকে এলাকাবাসী অভিযোগ সূত্রে জানা গেছে, চিকনাই নদীতে একাধি সোঁতি বাঁধ স্থাপন করেছে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী। যেগুলো অপসারণ করা জরুরি।
জানা যায়, চিকনাই নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা প্রদান ও নদীকে সংকুচিত করে অবৈধভাবে বাঁশ-বেড়ার অবকাঠামো দিয়ে স্থাপনা নির্মাণ করে সোঁতি জালের বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবে মেতেছিল এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিন আরও জানান, সোঁতি বাঁধের বিরুদ্ধে এ অভিযান চলামান থাকবে।
টিএইচ